• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সমতায় শেষ হলো টি টোয়েন্টি সিরিজ

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৯:৩৬ এএম

সমতায় শেষ হলো টি টোয়েন্টি সিরিজ

ক্রীড়া ডেস্ক

শেষ পর্যন্ত আশঙ্কা সত্যি হলো। বৃষ্টির একটা হুমকি ছিল। সেই বৃষ্টি নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের শেষ সময়ে এসে ম্যাচটি ঠিকমতো শেষ হতে দিল না। আর তাতেই মাউন্ট মঙ্গানুউয়ে তৃতীয় ম্যাচটি ডিএলএস মেথডে শেষ হলো। বাংলাদেশের করা ১১০ রানের জবাবে নিউজিল্যান্ড ১৪.৪ ওভারে ৫ উইকেটে ৯৫ রানে থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ঝাপটা বেশি হওয়ায় আম্পায়ার খেলা বন্ধ করে দিতে বাধ্য হন।

বৃষ্টিতে খেলা বন্ধ অবস্থায় নিউজিল্যান্ড সুবিধাজনক অবস্থায় ছিল। যে অবস্থায় খেলা বন্ধ হয়েছিল তখন নিউজিল্যান্ডে জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৮ রান। কিন্তু তারা ১৬ রানের এগিয়ে ছিল এবং ডিএলএস মেথডে তাদেরকে ১৭ রানের জয়ী ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের এ জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হলো।

প্রথম ম্যাচের জয়ে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। সম্ভাবনা তৈরি করেছিল সিরিজ জয়ের। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ম্যাচটি শুরুতেই শেষ হয়েছিল। এক ইনিংসও শেষ না হওয়ায় ম্যাচের ফল হয়নি। কিন্তু তৃতীয় ম্যাচে বৃষ্টি হামলা করলেও ফল হতে কোনো সমস্যা হয়নি।

 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ