• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
তৃতীয় টি-টোয়েন্টি

কাঁপছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৯:০৫ এএম

কাঁপছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

জমে উঠেছে নিউজিল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টি-টোয়েন্টি লড়াই। আগে ব্যাট করে বাংলাদেশ যদিও ১১০ রানে অল আউট হয়েছে তবে স্বস্তিতে নেই নিউজিল্যান্ড। তাদেরও উইকেট পতন অব্যাহত রয়েছে। স্বল্প রানের পুঁজি নিয়েও বাংলাদেশের বোলাররা তাদের চেপে ধরেছে। এরই মধ্যে মাহেদি হাসান, শরিফুল ইসলামরা কিউইদের ৫ উইকেট তুলে নিয়েছেন। উভয়ে দুটো করে উইকেট নিয়েছেন, একটা রান আউট। ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৭৫ রান।

এর আগে টস জিতে বল হাতে আগুন ঝড়িয়েছেন কিউই বোলাররা। সেই আগুনে পুড়েছে বাংলাদেশের ব্যাটাররা।

পুরো ২০ ওভার খেলার সুযোগ পায়নি টাইগার ব্যাটাররা। ১৯.২ ওভারে ১১০ রানে অল আউট। সর্বোচ্চ রান ১৭। অধিনায়ক নাজমুল হোসেনের ব্যাট থেকে এসেছে এই রান। তারপর রয়েছেন তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন। তারা যথাক্রমে দলকে ১৬ ও ১৪ রান উপহার দিয়েছেন।

কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারই বাংলাদেশের মূল সর্বনাশটা করেছেন। একাই নিয়েছেন ৪ উইকেট, খরচ মাত্র ১৬ রান। টিম সাউদি, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স দুটো করে উইকেট নিয়েছেন। আর তাতেই বাংলাদেশের ১০ উইকেট ভাগাভাগি শেষ।

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ