প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ১২:১২ পিএম
তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথমটিতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।
বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে।
নিউজিল্যান্ডের মাঠে গত বছর প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। নেপিয়ারে গত শনিবার প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে নাজমুল হোসেনরা জয় পেয়েছে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে। স্বাগতিকদের মাত্র ৯৮ রানে অলআউট করে নয় উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডে আগে ১১টি টি ২০ খেলে এক ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। এর মধ্যে নয় ম্যাচেই প্রতিপক্ষ ছিল কিউইরা। স্বাগতিকরা সিরিজে তাই ফেভারিট হিসাবেই নামছে। তবে নাজমুল হোসেনের লক্ষ্য টি ২০ সিরিজ জয়। ওয়ানডেতেও একই লক্ষ্যের কথা জানিয়ে টানা দুই হারে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। এরপর শেষ ম্যাচে জয় পায়।
এদিকে টি ২০তে বাংলাদেশের ভালো খেলার সক্ষমতা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে উন্নতির ছাপ বেশ স্পষ্ট। এ বছর এই ফরম্যাটে ১১ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে নয়টিতে। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সাফল্যও আছে।
জেকেএস/