• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আমাকে ভোট দিন, আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ: মাশরাফি

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৩, ০৯:২১ পিএম

আমাকে ভোট দিন, আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ: মাশরাফি

ছবি: সংগৃহীত

নড়াইল প্রতিনিধি

সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্ত এই টুইট দেওয়ার মধ্য দিয়ে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক বোঝাতে চেয়েছেন- আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে আবারো জয়যুক্ত করুন। তাহলে আমি আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।

এরপর রাত ৮টায় টুইটারে আরেক পোস্টে মাশরাফি লেখেন-গতবারও আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি কোথাও গ্যাপ রাখিনি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এবারো ইনশাআল্লাহ সেই চেষ্টাই থাকবে, যদি আপনারা আমাকে চান।

মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট থেকে অবসরের আগেই গত নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নে নড়াইল-২ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারো আওয়ামী লীগের মনোনয়নে দ্বিতীয় দফায় জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ