• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

শেখ রাসেল জাতীয় জুনিয়র দাবা শুরু

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩, ০৮:০৩ পিএম

শেখ রাসেল জাতীয় জুনিয়র দাবা শুরু

ক্রীড়া ডেস্ক

এনএইচটি হোল্ডিংস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল ৪১ তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৩ ওপেন ও বালিকা এর খেলা আজ সোমবার শুরু হয়েছে। আজ প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে ২৫ জন খেলোয়াড় পুর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তারা হলেনঃ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার মনন রেজা নীড়, ফিদে মাস্টার নাইম হক, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক, সিয়াম চৌধুরী, আফনান জারিফ হক, তাশরিক সায়হান শান, সাদাত কিবরিয়া অয়ন, আহনাফ রশিদ চৌধুরী, জাস্টিন ম্যাথুয়াস বাড়ৈ, আয়ান রহমান, দেবলীন অধিকারী, রাদমিম রাহা রাইজা, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ, রেনে রাশিখ, মুসনাদ-ই-মোস্তফা, লক্ষন চক্রবর্তী, মোঃ তাসরিফ আলম, কাজী ওবায়দুর রহমান আরিয়ান, আজরাফ আনান ও ঐতিজ্য বড়–য়া। 
বালিকা বিভাগে ৯ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভঅবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। তারা হলেনঃ মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, নীলাভা চৌধুরী, জান্নাতুল প্রীতি, জুবাইদা জাহান শান্তা, প্রথমা জামান ও মেহজাবিন আক্তার জুবাইদা। ৭ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে ওপেন বিভাগ জন এবং বালিকা বিভাগে খেলোয়াড় অংশগ্রহণ করছেন। 
আগামীকাল (মঙ্গলবার) ৩-৩০ (সাড়ে তিন) টা হতে তৃতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
 

আর্কাইভ