• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা হলো না টাইগ্রেসদের

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৯:০৩ এএম

দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা হলো না টাইগ্রেসদের

ক্রীড়া ডেস্ক

দারুণ এক জয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। সে সুবাদে সিরিজ জয়ের সম্ভাবনাও তৈরি করেছিল। কিন্তু সেই কীর্তি আর গড়া হলো না টাইগ্রেসদের। গতকাল শনিবার বেনোনিতে তৃতীয় ও শেষ ম্যাচ হেরে নিগার সুলতানারা ১-২ ব্যবধানে সিরিজ হেরেছে।

২১৬ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে করা দক্ষিণ আফ্রিকার ৩১৬ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১০০ রানে সব উইকেট হারায়।

টস জয়ের পর ব্যাট হাতে নেমে দক্ষিণ আফিকার দুই ওপেনার লরা ওলভার্ডট ও তাজমিন ব্রিটস রান উৎসব করেন। প্রথম উইকেটে তারা ২৪৩ রানের বিশাল পার্টনারশিপ গড়েন। যে কোনো জুটিতে দক্ষিণ আফ্রিকার এটা সর্বোচ্চ রানের জুটি। তাদের এই বিশাল জুটিতে করে দক্ষিণ আফ্রিকা যে ৩১৬ রান করে তা দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ইতিহাসে দলীয় তৃতীয় সর্বোচ্চ রান।

অধিনায়ক ওলভার্ডট ১২৬ রান করেন। এ ইনিংসটি খেলতে তিনি ১৩৪ বলে মোকাবেলা করেন। ১৩টি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারি হাঁকান। ওলভার্ডটের এটা ছিল পঞ্চম সেঞ্চুরি আর এ বছরের দ্বিতীয়। তাজমিন ব্রিটস ১২৪ বলে করেন ১১৮ রান। আট বাউন্ডারির পাশাপাশি দুটো ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। তাজমিনের এটা প্রথম সেঞ্চুরি।

এই জুটির ব্যাটিং এতটাই সাবলীল ছিল যে পুরো ৫০ ওভার খেলবেন এমন একটা সম্ভাবনা তৈরি করেছিলেন। কিন্তু ৪৩তম ওভারে এ জুটিতে ভাঙ্গন ধরান মারুফা আক্তার। ওলভার্ডট বোল্ড হন। পরের ওভারেই আউট তাজমিন।  রিতু মনির বলে স্ট্যাম্পড হন তিনি। তবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন রাবেয়া খানের। দুই উইকেট শিকার তার।

একদিকে বিশাল রানের চাপ, অন্যদিকে একের পর উইকেট পতন। ফলে শুরুতেই শেষ হয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা। মাত্র ২৮ রানেই বাংলাদেশ ৪ উইকেট হারিয়েছিল।পঞ্চম উইকেটে ফাহিমা খাতুন ও রিতু মনি কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু তা মোটেও যথেষ্ঠ ছিল না। রিতু মনির করা ৩৩ রান বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ রান। শীর্ষ চার ব্যাটারের সংগ্রহ ছিল যথাক্রমে শামিমা সুলতানা (৬), ফারজানা হক (৮০, মুর্শিদা খাতুন (৮) ও নিগার সুলতানা (৩)।

দক্ষিণ আফ্রিকার আয়বোঙ্গা খাকা ও নাদিন ডি ক্লার্ক তিনটি করে উইকেট নেন।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ