• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আর্জেন্টাইন তারকা আলভারেজের আর কী বাকি?

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৩, ১১:৫৬ এএম

আর্জেন্টাইন তারকা আলভারেজের আর কী বাকি?

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বয়স মাত্র ২৩ বছর। এরইমধ্যে সম্ভাব্য কোন শিরোপাটি জিতেননি হুলিয়ান আলভারেজ? কিংবা আর্জেন্টাইন এই তারকার হাতে কতটি শিরোপা উঠেছে এখন পর্যন্ত? এই প্রশ্নের উত্তর শুনলে চমকে ওঠাই স্বাভাবিক। এখন পর্যন্ত আলভারেজ ১৪টি ভিন্ন ভিন্ন শিরোপা নিজের হাতে তুলেছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে ১৪তম শিরোপাটি নিজের হাতে তুলেছেন হুলিয়ান আলভারেজ। এদিন ম্যানচেস্টার সিটির হয়ে তিনি জেতেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। সেটিও আবার জোড়া গোল করে ও একটি গোলে অ্যাসিস্ট করে। এটি সিটির জার্সিতে আলভারেজের জেতা পঞ্চম শিরোপা।

এর আগে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে ৬টি শিরোপা জিতেছিলেন আলভারেজ। আর জাতীয় দলের জার্সিতে জিতেছেন বিশ্বকাপসহ আরও দুই শিরোপা। এক নজরে দেখে নেয়া যাক আলভারেজের হাতে ওঠা শিরোপাগুলো।

হুলিয়ান আলভারেজের হাতে প্রথম শিরোপা ওঠে ২০১৮ সালে রিভার প্লেটের জার্সিতে। একে একে ক্লাবটির হয়ে ৬টি শিরোপা জেতেন তিনি। সেগুলো হলো- কোপা লিবার্তোদোরেস (২০১৮), কোপা আর্জেন্টিনা (২০১৮-১৯), সুপারকোপা আর্জেন্টিনা (২০১৯), রিকোপা সুদামেরিকানা (২০১৯), ট্রফিও ডি ক্যাম্পেওনস (২০২১), আর্জেন্টাইন প্রিমিরা ডিভিশন (২০২১)।

রিভার প্লেটে থাকাকালীন আলভারেজের অর্জন:  

ম্যানচেস্টার সিটির হয়ে সবশেষ শিরোপাটি জিতেছেন আলভারেজ। বলা চলে, ক্লাব ফুটবলের সম্ভাব্য সকল শিরোপা তিনি ম্যানসিটির হয়ে হাতে তুলেছেন। তার দখলে রয়েছে প্রিমিয়ার লিগ (২০২২-২৩), এফএ কাপ (২০২২-২৩), চ্যাম্পিয়ন্স লিগ (২০২২-২৩), উয়েফা সুপার কাপ (২০২৩) ও ফিফা ক্লাব বিশ্বকাপ (২০২৩) এর শিরোপা। 

ম্যানচেস্টার সিটির হয়ে এ পর্যন্ত আলভারেজের অর্জন: 

একজন ফুটবলারের সর্বোচ্চ প্রাপ্তি ঘটে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার মধ্য দিয়ে। আর সেখানে ফুটবল ক্যারিয়ারে পা দিয়েই আলভারেজ জিতেছেন বিশ্বকাপের সোনালী ট্রফি। এছাড়াও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা (২০২১) ও ফিনালিসিমা (২০২২) জিতেছেন তরুণ এই ফুটবলার।

আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন:

 
একজন ফুটবলারের সর্বোচ্চ প্রাপ্তি ঘটে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতার মধ্য দিয়ে। আর সেখানে ফুটবল ক্যারিয়ারে পা দিয়েই আলভারেজ জিতেছেন বিশ্বকাপের সোনালী ট্রফি। এছাড়াও আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা (২০২১) ও ফিনালিসিমা (২০২২) জিতেছেন তরুণ এই ফুটবলার।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ