• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

স্যামসনের সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ০১:৫৮ পিএম

স্যামসনের সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সমতা আনে প্রোটিয়ারা। তৃতীয় ও শেষ ম্যাচে সাঞ্জু স্যামসনের সেঞ্চুরিতে স্বাগতিকদের ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতেছে ভারত।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করে স্যামসনের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে ভারত। স্যামসন ১১৪ বলে ১০৮ রান করেন। এছাড়া তিলক ভর্মা করেন ৭৭ বলে ৫২ রান।

২৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার রেজা হেনরিখ ও টনি ডি জোরি। তবে দলীয় ৭৬ রানের মধ্যে জোড়া উইকেট হারায় প্রোটিয়ারা।

এরপর ভারতীয় বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন টনি। ৮৭ বলে ৮১ রান করে আউট হন তিনি।

শেষ পর্যন্ত ৪৫ ওভার ৫ বলে ২১৮ রানে অলআউট হয় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন পেসার আর্শদ্বীপ সিং। ৭৮ রানের জয়ে সিরিজ নিজেদের করে নেয় ভারত।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ