• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বৃথা পিংকির সেঞ্চুরি, সমতায় দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৬:৫১ পিএম

বৃথা পিংকির সেঞ্চুরি, সমতায় দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজ নিশ্চিত করতে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ওপেনার ফারজানা হক পিংকির সেঞ্চুরিতে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। তার সেই সেঞ্চুরি বৃথা করে সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।

বুধবার (২০ ডিসেম্বর) পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করতে নেমে ফারজানা পিংকির সেঞ্চুরি ও ফাহিমা খাতুনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। পিংকি ১৬৭ বলে ১০২ রান করেন। এছাড়া ফাহিমা ৪৮ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।

২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের ফিফটিতে ২৯ বল হাতে রেখে মাত্র ২ উইকেট খুইয়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা। লরা উলভার্ট ৬৭ বলে ৫৪, টাজমিন ব্রিটস ৮৪ বলে ৫০ ও আনেকা বশ ৬৩ বলে ৬৫ রান করেন।

এছাড়া সুনে লিস ৫৭ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন ও রিতু মনি নেন ১টি করে উইকেট। 

 

জেকেএস/

আর্কাইভ