• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

বাংলাদেশের বোলিং তোপে ধুঁকছে ভারত

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৭:৫১ পিএম

বাংলাদেশের বোলিং তোপে ধুঁকছে ভারত

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি ওভালের ২ নম্বর মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগার পেসারদের বোলিং তোপে ধুঁকছে ভারত। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে ভারত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চরম ধাক্কা খায় ভারত। টাইগার পেসারদের বোলিং তোপে দলীয় ১৩ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় ভারত। এরপর প্রিয়াংশু ও শচিন ধাস মিলে শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন।

তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেন রোহানাত বর্ষন। দলীয় ৩৬ রানে ২২ বলে ১৬ রান করা শচিনকে আউট করেন তিনি। শেষ পর্যন্ত ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান সংগ্রহ করেছে ভারত। বাংলাদেশের পক্ষে মারুফ মৃধা নিয়েছেন ৩টি উইকেট। 

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ