• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপ সেরা কিপারদের তালিকায় মুশফিক

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০২:৫১ এএম

বিশ্বকাপ সেরা কিপারদের তালিকায় মুশফিক

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ভারতে গত মাসে শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের সেরা উইকেটকিপারদের সংক্ষিপ্ত তালিকায় আছেন-বাংলাদেশ দলের তারকা ক্রিকটোর মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের পেজে একটি ভিডিও প্রকাশ করেছে। উইকেটরক্ষকদের কেউ ডাইভ দিয়ে ক্যাচ ধরেছেন, কেউবা বাজপাখির মতো উড়ে ক্যাচ ধরেছেন, কেউ দুর্দান্ত থ্রোতে রানআউট করেছেন।

আইসিসি ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘উইকেটরক্ষকেরা উড়ছেন। দেখুন ২০২৩ বিশ্বকাপের উইকেটরক্ষকদের সেরা কয়েকটি পারফরম্যান্স।’

ভিডিওর শুরুটাই হয়েছে মুশফিককে দিয়ে। দিল্লিতে গত ৬ নভেম্বর ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। শরীফুল ইসলামের শর্ট বল কাট করতে যান লঙ্কান ওপেনার কুশল পেরেরা। এজ হওয়া বল বাঁদিকে উড়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন মুশফিক।

মুশফিক যেমন দুর্দান্ত ক্যাচ ধরেছেন, তেমনি তিনিও দুর্দান্ত ক্যাচে পরিণত হয়েছেন বিপক্ষ দলের ফিল্ডারের।

পুনেতে জসপ্রীত বুমরার বল কাট করতে গেছেন মুশফিক। ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্ত ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। এই ম্যাচেও দেখা গেছে দুর্দান্ত এক উইকেটকিপিং।

মোহাম্মদ সিরাজের বল লেগ সাইডে ঘোরাতে গিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুল।

আইসিসির দুর্দান্ত উইকেটরক্ষকদের তালিকায় আছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিসও। মাহিশ থিকসানার বল লেগ সাইডে ঘোরাতে যান ডেভিড উইলি। উইকেটরক্ষক মেন্ডিস বল ধরে তা সঙ্গে সঙ্গে নন স্ট্রাইকে থ্রো করে আদিল রশিদকে রান আউট করেন। এই ম্যাচেই দুর্দান্ত এক ক্যাচ ধরে মেন্ডিস আউট করেছেন জস বাটলারকে।

দুর্দান্ত ক্যাচের শিকার হওয়া বাটলার নিজেও উইকেটরক্ষক হিসেবে দারুণ ক্যাচ ধরেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের ব্যাটার উইল ইয়ং লেগ সাইডে খেলতে যান স্যাম কারানের বল। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরেছেন বাটলার।

এছাড়া বিরাট কোহলির উইকেট নিতেও অবদান রেখেছেন লোকেশ রাহুল। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ক্যাচ ধরেছেন ভারতীয় উইকেটরক্ষক রাহুল। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও দুর্দান্ত ক্যাচ ধরেন রাহুল।

বাংলাদেশের ব্যাটার সাকিব আল হাসানও আছেন পরশু প্রকাশিত আইসিসির ভিডিওতে। লুকি ফার্গুসনকে সাকিব পুল করতে গেলে হাওয়ায় ভাসা বল উল্টো দিকে ঘুরে দারুণভাবে ক্যাচ ধরেছেন নিউজিল্যান্ড উইকেটরক্ষক টম লাথাম।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ