• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নিউজিল্যান্ড একাদশকে বড় লক্ষ দিল বাংলাদেশ

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৫:৫১ পিএম

নিউজিল্যান্ড একাদশকে বড় লক্ষ দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে বড় লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আগে ব্যাটিংয়ে নেমে চার ফিফটিতে ৪৯ ওভার ৫ বলে ৩৩৪ রান করেন টাইগাররা।

দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও এনামুল হক বিজয়। ওপেনিং জুটিতে ৪৭ রান পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে ফিল্ডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন বিজয়। এর পর তামিমের সঙ্গে বড় জুটি গড়েন সৌম্য। ৭১ বলে ৫৯ রান করেন তিনি। তামিম ফেরেন ৪৬ বলে ৫৮ রান করে।

এদিন ফিফটির দেখা পেয়েছেন লিটন দাসও। অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন করেছেন ৬৩ বলে ৫৫ রান। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন রিশাদ। ৫৪ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ৩৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড একাদশের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ