• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শচীনকে ছাড়িয়ে যে বাজে নজির গড়লেন মুশফিক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ০১:১৪ এএম

শচীনকে ছাড়িয়ে যে বাজে নজির গড়লেন মুশফিক

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

গতকাল শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ হয়েছে ঢাকা টেস্ট। এই টেস্টে নিজেদের পছন্দের উইকেট তৈরি করেও হার এড়াতে পারেনি স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল।

সদ্য শেষ হওয়া এই টেস্টে হারের মধ্য দিয়ে বাজে নজির গড়লেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

এতদিন ক্রিকেটের তিন ফলম্যাটে হারের পরিসংখ্যানে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে সমান ছিলেন মুশফিকুর রহিম। মিরপুর টেস্টে হারের কারণে শচীনকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন মুশফিক।

শচীন দুই যুগের ক্রিকেট ক্যারিয়ারে ৬৬৪ ম্যাচ খেলে ২৫৬টিতে হারের মুখ দেখেন শচীন। এই পরিসংখ্যানে ভারতীয় কিংবদন্তিকে ছাড়িয়ে গেছেন মুশফিক।

২০০৫ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ২৫৭ ম্যাচে পরাজয় দেখেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে এতগুলো ম্যাচ হারার নজির নেই আর কোনো ক্রিকেটারের।

সবচেয়ে বেশি ম্যাচ হারার তালিকায় মুশফিক-শচীনের পর তৃতীয় স্থানে আছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ