প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ১২:২৭ এএম
দুই বছর পর আন্দ্রে রাসেলকে দলে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন রোভম্যান পাওয়েল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন ওয়ানডে অধিনায়ক শাই হোপ।
২০২১ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছিলেন রাসেল। ২০১১ সালের এপ্রিলে অভিষেকের পর দেশের হয়ে ৬৭টি টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ৭৪১ রান ও বল হাতে ৩৯ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
প্রায় চার বছর পর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরেছেন শেরফানে রাদাফোর্ড। ২০২০ সালের জানুয়ারিতে ক্যারিবীয় জার্সিতে খেলেছিলেন তিনি। দেশের হয়ে ৬টি টি-টোয়েন্টিতে ৪৩ রান ও ১ উইকেট নিয়েছেন রাদারফোর্ড।
দলে ফিরেছেন ওয়ানডে সিরিজে না থাকা অলরাউন্ডার জেসন হোল্ডার, ব্যাটার নিকোলাস পুরান ও গুদাকেশ মোতি।
প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ম্যাথু ফোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচে ২৯ রানে ৩ উইকেট ও অপরাজিত ১৩ রান করে ম্যাচ সেরা হন তিনি।
২০২৪ সালে ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এখন থেকে দল সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স বলেন, ‘এ বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের এটিই শেষ সিরিজ। ২০২৪ সালের জুনে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে আয়োজক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে সাফল্য পাওয়ার লক্ষেই এমন দল নির্বাচন করেছি।’
ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড।
জেকেএস/