• ঢাকা মঙ্গলবার
    ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

হলফনামায় সাকিবের ঋণ ৩৩ কোটি ৪৮ লাখ টাকা

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৩:১১ এএম

হলফনামায় সাকিবের ঋণ ৩৩ কোটি ৪৮ লাখ টাকা

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সাকিব আল হাসান মনোনয়নপত্রের সঙ্গে হলফনামা জমা দিয়েছেন মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগের কার্যালয়ে। এ হলফনামায় জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।

হলফনামা থেকে পাওয়া তথ্যে আরও জানা যায়, সাকিব অস্থাবর সম্পদ হিসেবে ব্যাংকে জমা দেখিয়েছেন ১১ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৮৭৬ টাকা। এছাড়াও বৈদেশিক মূদ্রা দেখিয়েছেন ২৪ হাজার ২৬১ মার্কিন ডলার। ইস্টার্ণ ব্যাংক থেকে লোন নেয়া আছে ১ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৬৩ টাকা।

বন্ড, ঋণপত্র ও স্টক একচেঞ্জে সাকিবের ৪৩ কোটি ৬৩ লাখ ৯৬ হাজার ৮৭৪ টাকা বিনিয়োগ আছে। এছাড়াও সোনা আছে ২৫ ভরি। ১৩ লাখ টাকার আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে সাকিবের।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭৬৯ টাকা। এছাড়া সঞ্চয়পত্র, ব্যাংক আমানত ও শেয়ারবাজারে তার বার্ষিক আয় আছে ২২ লাখ ৯৬ হাজার ৪৯৩ টাকা।

হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে- বিবিএ। পেশার বিবরণীতে সাকিব লিখেছেন তিনি একজন ক্রিকেটার।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ