• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যে কারণে দুবাই গেলেন সাকিব

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৩:০১ এএম

যে কারণে দুবাই গেলেন সাকিব

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আঙুলের চোট ও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় জাতীয় ক্রিকেট দল থেকে দূরে রয়েছেন সাকিব আল হাসান। তবে শত ব্যস্ততার মাঝেও ক্রিকেটঘেঁষা আছেন তিনি।

হঠাৎ দুদিনের সফরে দুবাই গেছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। আবুধাবি টি-টেন লিগে তিনি বাংলা টাইগার্সে নাম লিখিয়েছেন আগেই। গত বছর দলটির অধিনায়ক ছিলেন। শনিবার সাকিব দুবাই গেছেন দলটির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিতে।  

দুবাইয়ে সাকিব বাংলা টাইগার্সের বাণিজ্যিক কাজে অংশ নেওয়ার পাশাপাশি দলের ক্রিকেটারদের সঙ্গেও সময় কাটাবেন। ২৮ নভেম্বর শুরু হওয়া টি-টেন লিগে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলা টাইগার্স। আট দলের টুর্নামেন্ট শেষ হবে ৯ ডিসেম্বর।

এদিকে আইপিএলের নিলামে এবার নেই সাকিব ও লিটন দাস। তবে মোস্তাফিজ ও তাসকিনসহ রয়েছে ছয়জনের নাম। নারী আইপিএল ড্রাফটের তালিকায় রয়েছেন বাংলাদেশের দুজন। তারা হলেন পেসার মারুফা আক্তার ও স্পিনার রাবেয়া খান। দুজনের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ