• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

লাঞ্চের পর দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ০৭:১৯ পিএম

লাঞ্চের পর দুই ওপেনারকে হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

সিলেট টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশনে ১২ রানের লিডে লাঞ্চে যায় বাংলাদেশ। কিন্তু লাঞ্চ বিরতি থেকে ফিরেই ৩ রানের মধ্যে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে হারিয়েছে স্বাগতিকরা। ২৬ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই টাইগার ওপেনার।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে প্রথম ব্যাটার হিসেবে আউট হন জাকির। এবারও টাইগার ওপেনারকে ফিরিয়েছেন কিউই স্পিনার এজাজ প্যাটেল। ১৭ রানে লেগ বিফোর হয়ে ফিরে যান বাঁহাতি ওপেনার। রিভিউ চ্যালেঞ্জ করেও নিজেকে বাঁচাতে পারেন নি জাকির।

দ্বিতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরি পাওয়া মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয় ইনিংসে দ্রুতই ফিরে যান জয়। সাউদির চেষ্টায় দুর্ভাগ্যজনক ভাবে রানআউটে কাটা পড়েন ডানহাতি এই ওপেনার। ৪৬ বলের মোকাবিলায় ৮ রান করেন জয়।

১৪তম ওভারে টিম সাউদির করা শেষ বলটি সোজা ব্যাটে খেলেন নাজমুল হোসেন শান্ত। সরাসরি বল নন-স্ট্রাইক প্রান্তে স্টাম্পে আঘাত হানার আগেই কিউই অধিনায়কের হাত ছুঁয়ে যায়। ফলে নিজেকে আর দাগের ভিতরে নিতে পারেননি মাহমুদুল।

২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭২ রান। অধিনায়ক শান্ত ২২ ও মুমিনুল হক ২৫ রানে ক্রিজে আছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ