• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উদ্‌যাপনে বিসিবি

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৩, ০৩:৩৪ এএম

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উদ্‌যাপনে বিসিবি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে এক সপ্তাহ পেরিয়ে গেছে। অস্ট্রেলিয়ার এই জয়ে বাংলাদেশি দর্শকদের উল্লাস নিয়ে নানা আলোচনা চলছে ভারতজুড়ে। তার মধ্যেই বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশনে জয় উদ্‌যাপনে শামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে উদ্‌যাপনের বিষয়টি জানানো হয়।

ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে বিসিবির কর্মকর্তারা রয়েছেন।

ফেসবুকে পোস্টে লেখা হয়েছে, ‘উদ্‌যাপনের একটি মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বন্ধুদের ধন্যবাদ, যারা আমাদের ষষ্ঠ শিরোপা জয় উদ্‌যাপন করেছে। অস্ট্রেলিয়া পুরুষ দলের এই অর্জনে আমরা দারুণ এক সময় কাটিয়েছি।’

অস্ট্রেলিয়ান হাইকমিশনের এই উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম।

জানতে চাইলে রাবীদ গণমাধ্যমকে বলেন, ‘এটা সম্ভবত ২৪ নভেম্বরের। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড জেতার পরও আমরা ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলাম তাদের অভিনন্দন জানাতে। সেটিরই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান হাইকমিশনে যাওয়া। হাইকমিশনার নিজেও বড় একজন ক্রিকেটভক্ত। ভারত চ্যাম্পিয়ন হলে আমরা ভারতীয় হাইকমিশনেও যেতাম।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ