• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জয়ের চতুর্থ ফিফটি

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৭:৪৫ পিএম

জয়ের চতুর্থ ফিফটি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফিফটি তুলে নিয়েছেন মাহমুদুল হাসান জয়। সিলেটে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পূরণ করেন বাংলাদেশ ওপেনার।

প্রথম সেশন শেষে ৪২ রানে অপরাজিত থাকেন মাহমুদুল জয়। নিউজিল্যান্ডের বোলারদের ওপর আক্রমণ ও রক্ষণের মিশেলে ব্যাটিং করেন ডানহাতি ওপেনার। এজাজ প্যাটেলকে চার হাঁকিয়ে পঞ্চাশ রান পূরণ করেন জয়। ৯৩ বলে ৯টি চারের সাহায্যে ফিফটির দেখা পান তিনি।

এর আগে ওপেনার জাকির হাসান ও নাজমুল শান্তকে হারিয়ে প্রথম সেশন শেষে ২০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৪১ বলে ১২ রান করেন জাকির। আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২ চার ও ৩ ছকায় ৩৫ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ