• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

তাহলে কি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম!

প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০২:৪৩ এএম

তাহলে কি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তামিম!

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে একদম হঠাৎ করেই অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পরে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন দেশসেরা এই ওপেনার। এরপর নিউজিল্যান্ড সিরিজে খেললেও বিশ্বকাপ দলে ডাক পাওয়া হয়নি অভিজ্ঞ এই ওপেনারের। বিশ্বকাপ দলে ডাক না পাওয়ার পর থেকেই আলোচনায় তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার। জাতীয় দলের হয়ে কি তামিমের ক্যারিয়ার শেষ? এমন আলোচনা আরও গতি পেয়েছে তামিম জাতীয় ক্রিকেট লিগ ও আসন্ন টেস্ট সিরিজ না খেলায়। তবে এবার তামিম নিজেই তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন।

সোমবার (২৭ নভেম্বর) নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তামিম। সেখানে তিনি বলেন, ‘আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা (নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত) এভাবে করব না বা করতে চাই না। আরেক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে।’

‘যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করবো না। আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নিবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।’

আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও ওপেক্ষা করছি কি হয় জানার জন্য। যোগ করেন তামিম।

তামিম কি সিদ্ধান্ত নিয়েছেন না জানালেও ক্রিকেট ভক্তদের ধারণা অবসর নিয়ে একটি পাকাপোক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

এদিকে আগামীকাল সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার বক্তব্য নিয়ে তামিম বলেন, ‘কাল থেকে বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে। আমি আশা করবো আমার বক্তব্য বা আজকে যা বলছি এখানে এটা যেন কোনো ভাবে খেলার ওপর ইম্পেক্ট না ফেলে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ