• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

পাপন-তামিমের জরুরি বৈঠক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০৭:৫৩ পিএম

পাপন-তামিমের জরুরি বৈঠক

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। এ ছাড়া শেষ মুহূর্তে ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়ায় ক্রিকেট থেকেও দূরে রয়েছেন বাঁহাতি এই ওপেনার। তবে জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ ঠিক করতে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি বৈঠকে বসেছেন তামিম।

সোমবার (২৭ নভেম্বর) বেলা ১২টার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে তার গুলশানস্থ বাসভবনে এক জরুরি বৈঠকে বসেছেন তামিম।

শোনা যাচ্ছে, এই বৈঠকেই নিজের চাওয়া-পাওয়ার কথা জানাবেন টাইগারদের সাবেক অধিনায়ক। এরপরই জানা যাবে বাংলাদেশ দলের হয়ে তামিমের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে।

এর আগে আগামীকাল থেকে শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ান তামিম। তাছাড়া নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবেন না এই ওপেনার! যদি কিউইদের বিপক্ষেও না ফেরেন তাহলে কবে নাগাদ মাঠে ফিরবেন অভিজ্ঞ এই ওপেনার?

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ