• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিশ্বকাপ শেষ হতেই বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩, ০১:৪৯ এএম

বিশ্বকাপ শেষ হতেই বিয়ের পিঁড়িতে ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরের শুরু থেকে অবিশ্বাস্য পারফরম্যান্স করে অপরাজিত থেকেই ফাইনালে উঠে ভারত। কিন্তু গত রোববার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বিরাট কোহলিরা। 

বিশ্বকাপ শেষ হতেই বিয়ের পিঁড়িতে বসেছেন ভারতীয় তারকা ক্রিকেটার নবদীপ সাইনি। বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে নিজেই একটি পোস্টে এই খবর জানিয়েছেন। 

দীর্ঘ দিনের বান্ধবী স্বাতী আস্তানাকে বিয়ে করেছেন নবদীপ। ২০১৯ সালে ভারতের হয়ে অভিষেক হলেও ইদানীং কোনও দলেই ডাক পান না নবদীপ।

তার স্ত্রী স্বাতী পেশায় ‘ভ্লগার’, অর্থাৎ যিনি ভিডিওর মাধ্যমে ব্লগিং করেন। সাজপোশাক, ঘোরাঘুরি এবং জীবনযাত্রা নিয়ে ভ্লগিং করেন তিনি। তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে নিয়মিত ভিডিও পোস্ট করেন। 

নবদীপ কিছু দিন আগেই খেলেছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। তার দল দিল্লি সেমিফাইনালে হেরে যায় পঞ্জাবের কাছে। প্রতিযোগিতায় সাত ম্যাচে ৪ উইকেট পেয়েছে সাইনি। 

আইপিএলের গত আসরে রাজস্থান রয়েলসের হয়ে মাত্র ২ ম্যাচ খেলে ৩টি উইকেট নেন। 

নবদীপ সাইনি ভারতের হয়ে ১১টি টি-টোয়েন্টি, ৮টি ওয়ানডে আর ২টি টেস্ট ম্যাচ খেলে ২৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেন ১২৭ রান।

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ