প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৫:২৭ পিএম
ওয়ানডে ক্রিকেটে নিজেকে প্রমাণ করার কি কিছু আছে বিরাট কোহলির কাছে? ওয়ানডে ক্রিকেটে ৪৯টি শতক হাঁকানো ভারতীয় এই ব্যাটসম্যান চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকও। তবে একটা জায়গায় আজ নিজেকে প্রমাণ করতে হবে কোহলিকে। আর সেটা হচ্ছে সেমিফাইনালে তার রান না পাওয়া।
আন্তর্জাতিক ক্যারিয়ারে পা রাখার পর প্রতিটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছেন বিরাট কোহলি। তবে বারবার ব্যর্থ হয়েছেন তিনি। এমনকি বিশ্বকাপে তিন সেমিফাইনাল খেলে কখনোই দুই অঙ্কের রান করতে পারেননি ভারতের এই তারকা ব্যাটার। তবে এবার কি সেই আক্ষেপ ঘোচাতে পারবেন কোহলি?
সেমিফাইনালে তিনবার ব্যাট করা কোহলি প্রতিবারই আউট হয়েছেন একজন বাঁহাতি বোলারের কাছে। ২০১১ সালের বিশ্বকাপে পাকিস্তানের ওয়াহাব রিয়াজের বলে উমর আকমলের কাছে ক্যাচ আউট হন। সেই ম্যাচে কোহলি ২১ বলে করেন মাত্র ৯ রান।
এরপর ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মিচেল জনসনের বলে ক্যাচ আউট হন। সেই সেমিফাইনালে ১৩ বল খেলে কোহলি করেছিলেন মাত্র এক রান। সেবারও এক বাঁহাতি বোলারের কাছেই আউট হয়েছিলেন কোহলি। আর ২০১৯ সালে নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের বলে মাত্র ১ রানে লেগ বিফোরের শিকার হন।
তবে কোহলি যে শুধু সেমিফাইনালেই ব্যর্থ তা নয়। আন্তর্জাতিক ক্রিকেটে নকআউট ম্যাচে কোহলির সেরাটা দেখা গেছে খুব কম সময়েই। কোহলি এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নকআউট ম্যাচে শতকের দেখা পাননি।
এবারও ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কোহলির প্রতিপক্ষ বোল্ট। কোহলি কি পারবেন বোল্ট–বাধা সামলাতে? সব সামলে কি পারবেন সেমিফাইনাল পরীক্ষায় ভালো মার্ক পেয়ে পাস করতে? এটা সময়ই বলে দেবে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/