• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

কলাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০৬:৫১ পিএম

কলাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক

২৮ বছর ধরে শিরোপা ছুঁয়ে দেখতে না পারার আক্ষেপ ঘোচাতে আর মাত্র দুটি জয় প্রয়োজন আর্জেন্টিনার। দক্ষিণ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে এখন পর্যন্ত অপরাজিত আলবিসেলেস্তেরা। পায়ের কারিশমায় দুর্দান্ত লিওনেল মেসি। সব মিলিয়ে প্রচুর সম্ভাবনা।

এমন সম্ভাবনা সামনে রেখেই বুধবার ( জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় ব্রাজিলের গারিঞ্চায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লিওনেল স্কালোনির শিষ্যরা। কোয়ার্টার ফাইনাল খেলে নিবিড় অনুশীলনের জন্য দেশে ফিরে গিয়েছিলেন মেসি-মারিয়ারা। তবে সেমিফাইনালে খেলতে এরই মধ্যে এজেইজা থেকে ব্রাজিলে পৌঁছে গেছে আর্জেন্টিনা দল।

কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে কেমন হচ্ছে আর্জেন্টাইন একাদশ। তা এখনও কোচ স্কালোনি প্রকাশ না করলেও দেশটির সংবাদমাধ্যমগুলো একটি ধারণা দিয়েছে।

আর্জেন্টিনার সবশেষ অনুশীলন সেশন দেখে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, সেমিফাইনাল ম্যাচে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনবেন না দলের কোচ লিওনেল স্কালোনি। অর্থাৎ ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যারা ছিলেন, তাদের নিয়েই সাজানো হবে শুরুর একাদশ।

যদিও সেই নিশ্চয়তা দেননি স্কালোনি। বরং তিনি জানিয়েছেন, ম্যাচের আগে বেছে নেবেন শুরুর একাদশ। এর কারণ হিসেবে টানা খেলতে থাকায় আসা ক্লান্তির কথা উল্লেখ করেছেন আর্জেন্টিনা কোচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘বেশ কয়েকজন খেলোয়াড় ক্লান্ত এবং ছোট চোট রয়েছে। আমরা ম্যাচের আগমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব একাদশ নিশ্চিতের জন্য। তবে যাই হোক, দলের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না।

একটি জায়গায় পরিবর্তন আসার খানিক সম্ভাবনা রয়েছে। রক্ষণভাগে মার্কস আকুনার জায়গায় দেখা যেতে পারে নিকোলাস তালিয়াফিকোকে। যদিও এর সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে। আর হাঁটুর চোটে ম্যাচেও খেলা হবে না অন্যতম সেরা ডিফেন্ডার।

কলাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ নিকোলাস গঞ্জালেজ।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ