• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গার্দিওলা ও রেফারির কাছে দুঃখপ্রকাশ পচেত্তিনোর

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩, ০১:৩৯ এএম

গার্দিওলা ও রেফারির কাছে দুঃখপ্রকাশ পচেত্তিনোর

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১২ নভেম্বর) এক নাটকীয় ম্যাচের সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে। সেই ম্যাচ শেষে রেফারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন চেলসি কোচ পচেত্তিনো। তবে সেই রেফারির কাছে দুঃখপ্রকাশ করেছেন চেলসি বস। পাশাপাশি সিটি কোচ গার্দিওলার কাছেও দুঃখপ্রকাশ করেছন আর্জেন্টাইন এই কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডে‍‍`র হাইভল্টেজ ম্যাচে চেলসি প্রথমে পিছিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-৪ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। ম্যাচের শেষ সময়ে আরেকটি গোলের সুযোগ পেয়েছিল চেলসি। তবে তখনই ম্যাচের শেষ বাঁশি বাজান রেফারি। এ কারণে ম্যাচ শেষে সেই রেফারির কাছে তেড়ে যান পচেত্তিনো। এমনকি, উত্তেজনার কারণে সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গেও হাত মেলাননি তিনি। রেফারি ও গার্দিওলার সঙ্গে আচরণটা যে ঠিক হয়নি, সেটা অকপটে স্বীকার করে নিয়েছেন পচেত্তিনো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেন, ‍‍`আমাকে অ্যান্থনি (টেইলর) এবং ম্যাচ অফিশিয়ালদের কাছে ক্ষমা চাইতে হবে। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল রাহিম স্টার্লিং পঞ্চম গোলটা করতে পারত। আর ঠিক সেই সময়ে যখন ম্যাচটা শেষ হয়ে গেলে, তখন আমি অ্যান্থনির কাছে গিয়ে বলি, ‘আপনার ধারণা আছে যে কী হচ্ছে? এই মুহূর্তে কেন থামানো হলো?’

আর্জেন্টাইন কোচ আরও বলেন, ‍‍`এরপর আমি বুঝতে পারলাম। বললাম, ‘আমি হলুদ কার্ড পাওয়ার যোগ্য’, কারণ হ্যাঁ, আমি সীমা অতিক্রম করেছি। আমি ক্ষমা চাইতে চাই, কারণ এই ধরনের আচরণ আমার এবং ফুটবলের জন্য ভালো নয়। আমি গার্দিওলার কাছেও ক্ষমা চাইতে চাই। সেই সময়ে আমি তাকে দেখিনি। শুধু মাঠে কী হচ্ছে, সেই দিকেই আমার মনোযোগ ছিল। তাই আমি পেপের কাছেও ক্ষমা চাইতে চাই।‍‍`

সিটির বিপক্ষে ম্যাচটি ড্র করেও পয়েন্ট টেবিলে বেশি উন্নতি হয়নি চেলসির। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দশে অবস্থান করছে চেলসি। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সিটিজেনরা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ