• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

ইংল্যান্ডের তিন ক্রিকেটার করোনা পজিটিভ

প্রকাশিত: জুলাই ৬, ২০২১, ০৬:১৬ পিএম

ইংল্যান্ডের তিন ক্রিকেটার করোনা পজিটিভ

ক্রীড়া ডেস্ক

এবার জৈব সুরক্ষা ভেদ করে ইংল্যান্ড ক্রিকেট শিবিরে ঢুকে পড়েছে করোনাভাইরাস। ইংলিশ দলের তিন খেলোয়াড় চার স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী টম হ্যারিসন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ব্রিস্টলে করোনা পরীক্ষায় ইংল্যান্ড ক্রিকেট দলের তিন খেলোয়াড় চার স্টাফের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় টম হ্যারিসন বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার যে শঙ্কা করা হচ্ছে আমরা তাতে সতর্ক। আমরা আমাদের সুরক্ষা বলয় নিয়ে সচেতন এবং আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছি। ১৪ মাস ধরে ক্রিকেটার, স্টাফরা নিজেদের নিয়ন্ত্রণে রাখছে। সামনে তাদের আরও সচেতন থাকতে হবে।

তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ায় নতুন করে স্কোয়াড সাজাতে হচ্ছে ইংল্যান্ডকে। মঙ্গলবার ( জুলাই) বিকেলেই নতুন স্কোয়াড ঘোষণা করবে ইসিবি। দলের সাতজন করোনা পজিটিভ হওয়ায় তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

দলে যারা নতুন করে আসছেন তাদের সাপোর্টিং স্টাফদের পিসিআর টেস্ট করানো হবে। সব প্রক্রিয়া মেনে তাদের দলের সঙ্গে যুক্ত করা হবে।

ইংল্যান্ড পাকিস্তান তিনটি করে ওয়ানডে টি-টোয়েন্টি খেলবে। জুলাই সিরিজের প্রথম ওয়ানডে হবে কার্ডিফে। পরের দুটি ওয়ানডে হবে ১০ ১৩ জুলাই। তিনটি টি-টোয়েন্টি হবে ১৬, ১৮ ২০ জুলাই।

জেডআই/এম. জামান

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ