• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিশ্বকাপ শেষ হলেও এখনই আবার অবসরে যাচ্ছেন না স্টোকস

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ১২:১০ এএম

বিশ্বকাপ শেষ হলেও এখনই আবার অবসরে যাচ্ছেন না স্টোকস

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

টেস্ট ক্রিকেটে মনোযোগ বাড়াতে ওয়ানডে ফরম্যাট ছেড়ে দিয়েছিলেন বেন স্টোকস। তবে বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টের অনুরোধে আবারও ওয়ানডে দলে ফেরেন এই অলরাউন্ডার। তবে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও এখনই আবার ওয়ানডে ফরম্যাট ছেড়ে দিতে চাচ্ছেন না টেস্ট দলের নিয়মিত অধিনায়ক।

বিশ্বকাপের আগে টিম ম্যানেজমেন্টের অনুরোধে দলে ফিরেছিলেন স্টোকস। ধারণা করা হচ্ছিল, টুর্নামেন্ট শেষে আবার অবসরের ঘোষণা দেবেন তিনি। তবে শেষ ম্যাচের পর নিজের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শনিবার (১১ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচে বাবর আজমের দলকে ৯৩ রানে হারায় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করে বড়সড় ভূমিকা রাখেন স্টোকস। এই ম্যাচ জয়ের পর অবসর প্রসঙ্গে কথা বলেছেন স্টোকস। 

অবসরের বিষয়ে স্টোকস বলেন, ‘আগেও বলেছিলাম যে কাজের চাপের কারণেই এই সংস্করণ থেকে আমি সরে দাঁড়িয়েছিলাম। আমি টেস্ট অধিনায়ক, সামনে অনেক খেলা আসছে, অনেক কিছু আছে যা আমি টেস্ট দলের হয়ে করতে চাই। এটি এমন একটি সিদ্ধান্ত যা আমাকে বেশ কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। বিষয়টা (ওয়ানডে খেলা) নিয়ে আরও চিন্তা করতে হবে।’

অবসর ভেঙে বিশ্বকাপে এলেও চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি স্টোকস। এখনও পুরোপুরি ফিট নন তিনি। ফিটনেস ফিরে পেতে বিশ্বকাপ শেষে হাঁটুর অস্ত্রোপচার করাবেন। ফিট হয়েই আগামী বছর ক্রিকেটে ফিরতে চান জানিয়ে তিনি বলেন, ‘সামনেই ক্রিস্টমাস, এই সবকিছুর মধ্যে আমার হাঁটুকে ঠিক রাখাও আমার বড় কাজ। তাই আমি নিজেকে দ্রুত ফিট করতে চাই।’

গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারের বিশ্ব আসরে ছিল একেবারেই খাপছাড়া। বাংলাদেশের পর টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে বিদায় নিশ্চিত হয় তাদের। তবে শেষ দুই ম্যাচেই জয় পেয়েছে দলটি। আর এই দুই ম্যাচেই জয়ের নায়ক ছিলেন স্টোকস। বিশ্বকাপ অভিযান সফল না হলেও শেষটা ভালো করতে পারায় খুশি এই অলরাউন্ডার।  

তিনি বলেন, ‘পরাজয়ের চেয়ে শেষ ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরে যাওয়াটা অনেক ভালো। কিন্তু আমি মনে করি না যে শেষ দুটি ম্যাচ সবকিছুকে ঢেকে ফেলবে। এই টুর্নামেন্টটি আমাদের জন্য স্পষ্টতই খুব হতাশাজনক ছিল। আমরা এ সম্পর্কে খুব সচেতন। আমি এটা অনেকবারই বলেছি যে, খুবই খারাপ খেলেছি। এটাকে ভুলতে হবে ও নতুন করে লড়াইয়ে নামতে হবে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ