প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৩, ০৫:৪৭ পিএম
ভারত বিশ্বকাপে টাইমড আউটের প্রসঙ্গ ঘুরেফিরে আবারও আলোচনায় এসেছে। এবার ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে চারপাশে যে কথা হচ্ছে, সেটি ‘ঠিক বা ভুল’ কিছুই দেখছি না।
গত ৬ নভেম্বর দিল্লিতে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ। তবে সে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় আসে ম্যাথিউসের `টাইমড আউট`। আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউট এর আগে দেখা যায়নি।
বৈশ্বিক টুর্নামেন্টে প্রথমবার এমন আউট নিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের পর থেকেই চলছে আলোচনা-সমালোচনা। প্রথম পর্বের শেষ ম্যাচে মাঠে নামার আগে বিষয়টি নিয়ে কথা বলেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘ক্রিকেটের এই বিতর্কে উভয় দলেরই নিজস্ব জায়গা রয়েছে। প্রত্যেকেই আলাদাভাবে চিন্তা করবে এটিই স্বাভাবিক। নিজস্ব বৈশিষ্ট্যের কারণে আমরা সকলেই আলাদা। আমাদের মন-মানসিকতা আলাদা এবং চিন্তা-ভাবনাও আলাদা। আর খেলোয়াড়রাও এগুলোর বাইরে নয়।’
রাহুল দ্রাবিড় আরও বলেন, ‘যে সিদ্ধান্ত নিয়ে কথা হচ্ছে, সেটিকে অনেকেই পছন্দ করবেন আবার অনেকেই করবেন না। তবে এটি যেহেতু নিয়মের মধ্যে আছে, তাই আপনি করতে পারেন। আপনার অনুমতি রয়েছে। তাই এর বিরুদ্ধে আপনি অবস্থান নিতে পারবেন না। আবার আপনি নিজে নাও করতে পারেন। ফলে না করলে সেটি আপনার ব্যাপার এবং করলে দোষ দেওয়ার সুযোগও নেই।’
ভারতীয় কোচ বলেন, ‘আমাদের প্রত্যেকেই বিষয়টি নিয়ে আলাদাভাবে কথা বলতে পারে। এতে ঠিক বা ভুলের কিছু দেখছি না। আপনি চাইলে উভয়ের সঙ্গে তর্ক করতে পারেন। এটি নিয়েও তর্ক হতে পারে যে, আমাদের সবসময় নিয়ম অনুসরণ করতে হবে কিনা। অথবা ক্রিকেটের একটুখানি চেতনার জন্য ছাড় দিতে হবে কিনা। আমি মনে করি, এই ধরণের মতপার্থক্য থাকা ভালো।’
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/