• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আজমতউল্লাহর লড়াইয়ে আফগানিস্তানের ২৪৪

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০১:১৩ এএম

আজমতউল্লাহর লড়াইয়ে আফগানিস্তানের ২৪৪

ক্রীড়া ডেস্ক

আজমতউল্লাহ ওমরজাইয়ের একার লড়াইয়ে আফগানিস্তানের সংগ্রহ ৫০ ওভারে ২৪৪ রান। দলের হয়ে ১০৭ বলে ৭টি চার আর ৩টি ছক্কায় ৯৭ রানের অনবদ্য ইনিংস খেলেন আজমতউল্লাহ। দলের ব্যাটিং বিপর্যয়ে দায়িত্বশীল ব্যাটিং করেও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন আজমত।

শুক্রবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুভসূচনা করে আফগানিস্তান। উদ্বোধনী জুটিতে ৪১ রান করা দলটি এরপর মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।

দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেন আজমতউল্লাহ ওমরজাই। তিনি উইকেটের এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।

এদিন আজতমউল্লাহ ছাড়া দলের হয়ে উল্লেখ্য করার মতো তেমন কোনো ইনিংস খেলতে পারেননি অন্য কেউ। ৩২ বলে ২৬ রান করেন পেসার নুর আহমেদ। ৪৬ বলে ২৬ রান করেন তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা রহমত শাহ। ২২ বলে ২৫ রান করেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ।

দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েটজি ১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি ও কেশভ মহারাজ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ