• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

কোহলির সেঞ্চুরিতে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ১২:৩৮ এএম

কোহলির সেঞ্চুরিতে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

ক্রীড়া ডেস্ক

বিরাট কোহলির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে ৩২৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত। ৩৫তম জন্মদিনে ১২১ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ১০১ রান করেন কোহলি।

এদিন সেঞ্চুরি করার মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসিয়েছেন বিরাট।

রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ১৩তম আসরের ৩৭তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। বিশ্বকাপের স্বাগতিকরা প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে।

উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে ৬২ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি ২৪ বলে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৪০ রান করে ফেরেন। ১০.৩ ওভারে দলীয় ৯৩ রানে ফেরেন আরেক ওপেনার শুভমান গিল। তিনি ২৪ বলে চার বাউন্ডারি আর এক ছক্কায় ২৩ রান করে ফেরেন।

এরপর শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তৃতীয় উইকেটে ইতোমধ্যে ১৫৮ বলে ১৩৪ রানের জুটি গড়েন তারা। বিরাট কোহলির আজ ৩৬তম জন্মদিন।

লাইফের বিশেষ দিনে ক্যারিয়ারের ২৮৯তম ওয়ানডেতে ৭১তম ফিফটি তুলে নিয়ে ৪৯তম সেঞ্চুরির পথে এগোচ্ছেন কোহলি। আজ সেঞ্চুরি করতে পারলে শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেলবেন বিরাট। ওয়ানডে ক্রিকেটে এতদিন ৪৯টি সেঞ্চুরি করে শীর্ষে ছিলেন শচীন।

৩৬.৫ ওভারে দলীয় ২২৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন শ্রেয়াস আইয়ার। তার আগে ৮৭ বলে ৭টি চার আর ২টি ছক্কায় ৭৭ রান করে ফেরেন। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

আর্কাইভ