প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ১১:২৪ পিএম
বিশ্বকাপে ক্রিকেট শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারালেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ওপেনার শুভমান গিল ও বিরাট কোহলি শুরু বিপর্যয় এড়িয়ে দলকে শক্ত অবস্থান পৌঁছে দিয়েছেন। তবে দুর্ভাগ্য তাদের। দুইজনই অল্পের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন।
কোহলি আউট হয়েছেন ৮৮ রানে। আর শুভমান গিল ৯২ রানে। মাত্র তিন রানের ব্যবধানে এই দুই উইকেট তুলে নেন দিলশান মাদুশাঙ্কা। ভারতের হারানো তিন উইকেটই নিয়েছেন এই পেসার।
কোহলি ৮৮ রান করতে খেলেছেন ৯৪ বল। এগারটি বাউন্ডারি তার ইনিংসে। তবে শুভমান গিলের ইনিংসটি ছিল আরো আক্রমণাত্মক। ৯২ রান করতে সমসংখ্যক বল খেলেছেন তিনি। তার ইনিংসেও ১১টি বাউন্ডারি ছিল। সে সঙ্গে ওভার বাউন্ডারি ছিল দুইটি।
এ রিপোর্ট লেখার সময় ভারতের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ২২৯ রান। শ্রেয়াস আইয়ের ২০ রানে ও লোকেশ রাহুল ১৪ রানে ব্যাট করছেন।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন