প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৩, ১১:০৭ পিএম
বিশ্বকাপে দলেই থাকার কথা ছিল না। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের দলে ঢুকেছেন এবং দলকে নির্ভরতা দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে আজও তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫৬ রান। মাত্র ৭০ বলে এই রান করেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান ও তৌহিদ হৃদয়। তাদের রান যথাক্রমে ১৪ ও ১।
এর আগে বিশ্বকাপের নিজেদের সপ্তম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। শাহিন শাহ আফ্রিদির জোড়া আঘাতে দুই উইকেট হারিয়েছে টাইগাররা। ওপেনার তানজীদ হাসান রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। পাঁচ বল খেলার সুযোগ পেয়েছেন তিনি। শাহিন আফ্রিদির বলে এলবিডব্লিউ হন এ ওপেনার।
শাহিন আফ্রিদি পরের ওভারে আবার আঘাত হানেন। ওসামা মীরের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন নাজমুল হাসান শান্তকে। মাত্র ৪ রান সংগ্রহ তার। আগের ওভারে ইফতিখারকে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন তিনি। আফ্রিদি এ পর্যন্ত মোট তিন উইকেট নিয়েছেন।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন