• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আফগান বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে কিউইরা

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ১০:৫০ পিএম

আফগান বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে কিউইরা

ক্রীড়া ডেস্ক

ম্যাচের ফলাফল কি হবে তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে। তবে বিশ্বকাপ ক্রিকেটে রাউন্ড রবিন লিগে ম্যাচের শুরুতে নিউজিল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে আফগানিস্তান। আগের ম্যাচে ইংল্যান্ডকে হারানো আফগানিস্তানের বোলিংয়ে কাঁপছে নিউজিল্যান্ড। ১১০ রানে কিউইদের ৪ উইকেট তুলে নিয়েছে আফগান বোলাররা।

টস জয়ের নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় আফগানিস্তান। ব্যাট হাতে নেমে এ পর্যন্ত সবগুলো ম্যাচে জয় পাওয়া নিউজিল্যান্ডের শুরুটা ছিল দারুণ। দলীয় ৩০ রানের মাথায় ডেভন কনওয়েকে হারালেও দ্বিতীয় উইকেটে জুটিতে আফগান বোলারদের হতাশ করে চলেছিলেন উইল ইয়ং ও রাচিন রাভিন্দ্র। তারা ৭৯ রানের পার্টনারশিপ গড়েন। তারপরেই ছোট্ট এক ঝড়ে বয়ে যায় কিউই ইনিংসে। ১০৯ থেকে ১১০, অর্থাৎ ১ রান করতেই তারা ৩ উইকেট হারায়।

এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯ ওভার শেষে ৪ উইকেটে ১৩৩ রান। ক্রিজে আছেন অধিনায়ক টম লাথাম ও গ্লেন ফ্লিপস। উভয়ে ১১ রানে ব্যাট করছেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ