• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০১:১১ এএম

দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাই প্লে অফের দ্বিতীয় লেগে বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলের শেষ হলেও দ্বিতীয়ার্ধের শুরুতে আবার এগিয়ে গেলো বাংলাদেশ। প্রথমার্ধের ১১ মিনিটে লিড নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সফরকারী মালদ্বীপ ৩৬ মিনিটে সমতা আনে। ১২ অক্টোবর মালেতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটিও ১-১ গোলে ড্র ছিল।

আজকের ম্যাচে জয়ী দল বিশ্বকাপ বাছাই খেলবে। ম্যাচের শুরুটা ছিল মালদ্বীপের আক্রমণ দিয়ে। দুই মিনিটের মধ্যেই দু’টি কর্নার আদায় করে মালদ্বীপ। প্রথম কয়েক মিনিট মালদ্বীপ প্রাধান্য বিস্তার করলেও ১১ মিনিটে ম্যাচে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের দশম মিনিটে সাদ উদ্দিনের বাড়ানো বলে ফাহিম দৌড়ে গিয়ে বক্সের শেষ প্রান্তে বল রিসিভ করেন। বল রিসিভ করেই রাকিবের উদ্দেশ্যে দ্রুতগতির কাটব্যাক করেন। ফরোয়ার্ড রাকিব হোসেন দুর্দান্ত প্লেসিংয়ে গোল করলে কিংস অ্যারেনা উল্লাসে ফেটে পড়ে।

প্রথম গোলের মিনিট তিনেক পরেই বাংলাদেশ আরেকটি সুযোগ পেয়েছিল। ডান প্রান্ত থেকে অধিনায়ক জামাল ভূইয়া বক্সের সামনে বল ফেলেন। সতীর্থ ফরোয়ার্ড বলটি রিসিভ করলেও পোস্টে রাখতে পারেননি। অধিনায়ক জামাল ভূইয়া আজকের ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছেন। বিশেষ করে তার বাড়ানো দুই বলে গোলের দারুণ সুযোগ তৈরি হয়েছিল।

গোলদাতা রাকিব হোসেন গোলরক্ষককে একবার ১:১ এ পেয়েও বল পোস্টে রাখতে পারেননি। বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে ব্যর্থ হলেও মালদ্বীপ সমতা আনতে ভুল করেনি। ৩৬ মিনিটে ডান প্রান্ত থেকে হাজমার কর্ণার ফাহিম হেডে ক্লিয়ার করতে পারেননি। বল আইসাম ইব্রাহিমের মাথায় পড়লে ঠান্ডা মাথায় বল জালে পাঠান। কিংস অ্যারেনার গ্যালারী নিস্তব্ধ হয়ে পড়ে।
 

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ