• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রোনালদিনহো

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ১২:২১ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন রোনালদিনহো

ক্রীড়া ডেস্ক

ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রোনালদিনহো। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য পাওয়া গেছে।

২০০২ বিশ্বকাপ জেতা ফুটবলার রোনালদিনহোর আগামীকাল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে তার সফরসূচি নিয়ে বিস্তারিত এখনও পাওয়া যায়নি।

৩ জুলাই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ এসেছিলেন। মার্টিনেজকে ঢাকায় এনেছিলেন ভারতের স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত। তিনিই রোনালদিনহোকে ঢাকায় নিয়ে আসছেন। রোনালদিনহোর সফরসূচি নিয়ে তার সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও চূড়ান্তভাবে কিছু জানাননি।

রোনালদিনহোর ঢাকা সফর নিয়ে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের সঙ্গে কাজ করছেন বাংলাদেশের কয়েকজন। এদের মধ্যে অন্যতম মেহেদী জামান সনেট। তিনি রোনালদিনহোর ঢাকার কর্মসূচি সম্পর্কে বলেন, এখনও চূড়ান্ত সূচি হাতে পাইনি। কলকাতা থেকে যতটুকু জেনেছি সকালের পরিবর্তে দুপুরের পর আসবে। মূল অনুষ্ঠানটা সন্ধ্যা সাড়ে ৭টায় হবে। মধ্যরাতেই তার বাংলাদেশ ত্যাগ করার কথা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ