• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ইংল্যান্ডকে হারালো আফগানিস্তান

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩, ০৪:২২ এএম

ইংল্যান্ডকে হারালো আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক

সংগ্রহটা খুব একটা বড় ছিল না আফগানিস্তানের। তবে লড়াই করার মত ছিল। সেই পুঁজি নিয়ে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করছে আফগানরা। বিশ্বচ্যাম্পিয়নদের ৬৯ রানে হারিয়ে আসরের প্রথম জয়ের দেখা পেল তারা।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ওভারের এক বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ২৮৪ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জবাবে নেমে ৪০.৩ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

ব্যাটে নামার পর দ্বিতীয় ওভারেই ইংলিশদের উইকেট তুলে নেয় আফগানিস্তান। জনি বেয়ারস্টোকে ফেরান ফজলহক ফারুকী। ৪ বলে ২ রান করে ফেরেন ইংল্যান্ড ওপেনার। সপ্তম ওভারের পঞ্চম বলে দলীয় ৩৩ রানে জো রুটকে ফেরান মুজিব উর রহমান। ১৭ বলে ১১ রান করেন রুট।

তৃতীয় উইকেট জুটিতে আসে ৩৫ রান। ১৩তম ওভারের চতুর্থ বলে ডেভিড মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ নবী। ৩৯ বলে ৩২ রান করেন মালান। ১৮তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৯১ রানে বাটলারকে ফেরান নাভিন উল হক। ১৮ বলে ৯ রান করেন ইংলিশ অধিনায়ক।

২১তম ওভারের চতুর্থ বলে দলীয় ১১৭ রানে পঞ্চম উইকেট হারায় ইংল্যান্ড। ১৪ বলে ১০ রান করা লিয়াম লিভিংস্টোনকে ফেরান রশিদ খান।

২৮তম ওভারের প্রথম বলে দলীয় ১৩৮ রানে স্যাম কারেনের উইকেট তুলে নেন মোহাম্মদ নবী। ২৩ বলে ১০ রান করেন কারেন। ৩৩তম ওভারের শেষ বলে ক্রিস ওকসকে ফেরান মুজিব। ২৬ বলে ৯ রান করেন ওকস।

ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন হ্যারি ব্রুক। চাপের মুখে ফিফটিও তুলে নিয়েছেন এই ব্যাটার। ৩৫তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৬৯ রানে ব্রুককে ফেরান মুজিব। ৬১ বলে ৬৬ রান করেন ইংলিশ টপঅর্ডার।

৩৯তম ওভারে দলীয় ১৯৮ রানে নবম উইকেট হারায় ইংল্যান্ড। আদিল রশিদকে ফেরান রশিদ খান। ১৩ বলে ২০ রান করেন এই অলরাউন্ডার।

৪১তম ওভারের তৃতীয় বলে ইংলিশদের শেষ ব্যাটারকে ফেরান রশিদ। সরাসরি বোল্ড হন ২২ বলে ১৮ রান করা মার্ক উড। ৭ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন রিচি টপলে।


আফগানিস্তানের হয়ে মুজিব উর রহমান ও রশিদ খান তিনটি করে উইকেট নেন। মোহাম্মদ নবী নেন দুটি উইকেট। এছাড়া ফজলহক ফারুকী ও নাভিন উল হক নেন একটি করে উইকেট।

আর্কাইভ