• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

মাঝে মাঝে আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না: মুস্তাফিজ

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৩, ০৪:০৩ পিএম

মাঝে মাঝে আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না: মুস্তাফিজ

ছবি: সংগ্রহীত

ক্রীড়া ডেস্ক

কয়েক বছরে নতুন বলে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ। অথচ বিশ্বকাপে পাওয়ার-প্লেতে বলতে গেলে কোনো উইকেটই পাচ্ছেন না তিনি। 

শুক্রবার (১৩ অক্টোবর) নিউজিল্যান্ডের বিপক্ষেও উইকেটশূন্য থেকেছেন। পেসারদের এই অবস্থার কারণ কী? টাইগার পেসার মুস্তাফিজুর রহমান এ নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, কখনও এমনিতেই উইকেট পাওয়া যায়, কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট মিলে না।কিউইদের বিপক্ষে ম্যাচশেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ফিজ। তাসকিনের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘ও তো আজ খারাপ বোলিং করেনি। ভালো-খারাপ মিলিয়েই তো।’

তাসকিন উইকেট পাচ্ছেন না। তার কী হয়েছে এমন প্রশ্নে মুস্তাফিজ বলেন, ‘কিছু সময় বোলিং করলেই দেখবেন উইকেট পাবেন। কিছু সময় আল্লাহ-বিল্লাহ করেও উইকেট পাওয়া যায় না।’

বিশ্বকাপে ৯ ম্যাচের ৩টি খেলে ফেলেছে বাংলাদেশ, ২ হারের বিপরীতে জয় কেবল একটি। যদিও ফিজ আশা করছেন বাংলাদেশ পরের ৬ ম্যাচেই জিতবে। তিনি বলেন, ‘এখন অসম্ভব কিছু নয়। আমরা তো ছয়টা ছয়টাই জিততে পারি। ফলে বেশি আফসোস করলে হবে না। হাতে এখনও আমাদের ছয়টা ম্যাচ আছে।’

কাটার ফিজ আরও বলেন, ‘আমরা ভালো করতে চাই। সেজন্য সুযোগ খুঁজছি। কী করলে আমরা ভালো করতে পারবো, সেই চেষ্টাও করছি। পেসাররা শুরুতে ভালো করেছিলাম। যদি আরও ৩০ রান বেশি হতো, তাহলে ওরা আরও বেশি ঝুঁকি নিয়ে খেলতো। আর তাতে আমাদের জন্য সুযোগ তৈরি হতো।’

 

 

সাজেদ/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ