• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শচীনকে ছাড়িয়ে বিশ্বকাপে রোহিতের বিশ্ব রেকর্ড

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ০৩:০৪ এএম

শচীনকে ছাড়িয়ে বিশ্বকাপে রোহিতের বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ‍টুর্নামেন্টে বিশ্ব রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ভারতীয় এই অধিনায়ক বিশ্বকাপের চলমান ১৩তম আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচেই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ২৭২ রানের টার্গেট তাড়ায় বিধ্বংসী ইনিংস খেলেন রোহিত শর্মা। ভারতীয় এই অধিনায়ক মাত্র ৬৩ বলে ১২টি চার আর ৪টি ছক্কার সাহায্যে তিন  অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ২৪৫তম ম্যাচে এটা তার ৩১তম সেঞ্চুরি।

তবে বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ৭টি সেঞ্চুরি করেছেন রোহিত। এতদিন ৬টি করে সেঞ্চুরি করে যৌথভাবে শীর্ষে ছিলেন শচীন ও রোহিত। আজ শচীনকে ছাড়িয়ে নিজেকে  অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতীয় অধিনায়ক।

এদিন ৬৩ বলে সেঞ্চুরি করে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আরও একটি রেকর্ড গড়েন রোহিত। বিশ্বকাপে ভারতীয় কোনো ব্যাটসম্যানের এটাই দ্রুততম সেঞ্চুরি। তবে বিশ্বকাপের চলতি আসরে মাত্র ৪৯ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এইডেন মার্কওরাম।

২০১১ সালের বিশ্বকাপে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের তারকা ক্রিকেটার কেভিন ওব্রায়েন। এতদিন সেটাই ছিল বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সেটি ভেঙে দিলেন মার্কওরাম।

বুধবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭২ রান করে আফগানিস্তান। দলের হয়ে ৮৮ বলে ৮০ আর ৬৯ বলে ৬২ রান করে করেন হাশমতউল্লাহ শহিদি ও আজমতউল্লাহ ওমরজাই। ভারতের হয়ে ১০ ওভারে ৩৯ রানে ৪ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। 

 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ