প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০২:৪০ এএম
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) মাঠে নেমেছিল বাংলাদেশ দল। ভারতের ধর্মশালায় ইংল্যান্ডের কাছে টাইগাররা এদিন বড় ব্যবধানে হার দেখেছে। ইংলিশদের দেওয়া ৩৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের দল থেমে যায় ২২৭ রানে। ফলে ১৩৭ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। এমন হারের জন্য পরিকল্পনা কাজে লাগাতে না পারার কথা জানিয়েছেন অধিনায়ক সাকিব।
বাংলাদেশের হয়ে এদিন লিটন দাস ৭৬ এবং মুশফিকুর রহিম করেন ৫১ রান। এছাড়া বলার মতো রান করেন কেবল তাওহীদ হৃদয় (৩৯)। বাকিরা উইকেটে আসা-যাওয়ার মিছিলে শামিল হয়েছিলেন। ম্যাচ শেষে দেওয়া এক সাক্ষাৎকারে অধিনায়ক সাকিব বড় পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন।
টাইগার অধিনায়ক বলেছেন, ‘টসে জয় লাভ করাটা ভালো ছিল। কেননা গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছিল। পেস বোলারদের জন্য পিচে কিছুটা সাহায্য ছিল, কিন্তু আমরা সেভাবে ভালো শুরু করতে পারেনি। আপনি যখন কাউকে একটি সুযোগ দেবেন, তাখন সে সবসময় শক্তিশালী হবে-ই। আমরা শেষ ১০ ওভারে ভালো করেছি, কিন্তু ৩৫০ রান তাড়া করা সবসময়ই কঠিন।’
পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারার কথা উল্লেখ করেছেন সাকিব, ‘মাঠে আমরা ভালো পরিকল্পনা করেছিলাম, কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারিনি। বল ভালোভাবেই সুইং করছিল, শুধু সঠিক জায়গায় বল করা এবং গতি তৈরি করাটাই প্রয়োজন ছিল। আমি মনে করি তারা মাঝের সময়ে যে অবস্থানে ছিল, সেখান থেকে ৩৮০-৩৯০ রান করতে পারত। সে দিক থেকে আমরা তাদের ভালভাবে সামাল দিয়েছি।’
সাকিবের মতে ৩২০ রান টার্গেট হলে ভালো হতো, ‘আমি মনে করি এখানে ৩২০ রান চেজ করতে পারলে ভালো হতো। যদিও এটি একটি বড় টুর্নামেন্ট। সামনে (১৪ অক্টোবর) চেন্নাইয়ে আমাদের একটি কঠিন ম্যাচ আছে, প্রতিপক্ষ নিউজিল্যান্ড অনেক ভালো খেলছে। আমাদের এগিয়ে যেতে হবে, উপযুক্ত কৌশল নিয়েই খেলা চালিয়ে যেতে হবে।’
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/