• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ভারতকে বিশ্বকাপ জেতাতে চায় আইসিসি!

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১১:৫৮ পিএম

ভারতকে বিশ্বকাপ জেতাতে চায় আইসিসি!

ক্রীড়া ডেস্ক

ভারতের প্রতি সবসময় নমনীয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বরাবর ভারতের পক্ষপাতি। ক্রিকেট খেলুড়ে দলগুলো এমন অভিযোগ রহহামেশাই করে থাকেন।

কিন্তু এবার এমন অভিযোগ করে বসলেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ। ভারতে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর চলাকালীন সময়ে শেহবাগ বলেছেন উইকেটের সুবিধা নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করার সর্বোচ্চা চেষ্টা করছে আইসিসি।

এমনিতে আইসিসি ইভেন্টে দ্বিপাক্ষিক সিরিজের মত হোম পিচের সুবিধা পাওয়ার নিয়ম নেই আয়োজক দেশের। তবে ভারতের খেলা নাকি ফেলা হয়েছে স্পিন-সহায়ক ভেন্যুতে।

ভারতের স্পিন বিশ্বের সেরা আক্রমণের অন্যতম। পেস বোলিংয়েও ভারত সেরা। তাদের রয়েছে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রিত বুমরাহর মতো তারকা পেসার।

ভারতের ব্যাটসম্যানরা পেস সহায়ক পিচের তুলনায় স্পিনের বিরুদ্ধে খেলতে স্বচ্ছন্দ বোধ করেন। তাই ভারতের সুবিধা করে দিতেই নাকি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে এমন ভেন্যুতে খেলা ফেলা হয়েছে যেখানে স্পিননাররা ম্যাচের ফল নির্ণায়ক হয়ে দাঁড়াবেন।

এব্যাপারে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্রর শেহবাগ বলেছেন, ‘আইসিসি ভারতকে সাহায্য করবে। ভারতের পিচ প্রস্তুতকারকরাই পিচ তৈরি করবেন। ভারত যদি সেমিফাইনাল, ফাইনালে পৌঁছা তাহলে ভারতের সুবিধাজনক পিচ তৈরি করা হবে। তাই আমার মনে হয়, ভারতের এবার বিশ্বকাপ জেতার ভালো সুযোগ রয়েছে। কারণ আইসিসি জানে, ভারত জিতলে ভিউয়ারশিপ তো বটেই স্পনসরশিপ থেকেও অনেক টাকা পাবে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
 

আর্কাইভ