• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

মালানের সেঞ্চুরিতে দিশেহারা বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৭:৩৯ পিএম

মালানের সেঞ্চুরিতে দিশেহারা বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ইংলিশদের ভালো শুরু এনে দেন দুই ওপেনার। মারমুখী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড মালান।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ান এই দুই ব্যাটার।

মাঝে একবার আউটের জন্য আবেদন করে বাংলাদেশ। সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ, তবে তা কাজে দেয়নি, উল্টো একটি রিভিউ হারায় টাইগাররা।

এরপর বেশ আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন মালান ও বেয়ারস্টো। দুজনেই তুলে নেন অর্ধশতক। ম্যাচের ১৮তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৫৯ বলে ৫২ রান করা বেয়ারস্টোকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন সাকিব।

এরপর ক্রিজে আসেন জো রুট। রুটকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মালান। আক্রমণাত্নক ব্যাটিংয়ে ৯১ বলে শতক পূর্ণ করেন মালান। ৩২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ