• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৭:০৪ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পাকিস্তান। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের দারুণ জয় পেয়েছে বাবর আজমের দল। অপরদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানে হেরেছে শ্রীলঙ্কা।

মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের দুর্বল জায়গা তাদের ওপেনিংয়ে। ইমাম উল হক কিংবা ফখর জামান দু’জনই অধারাবাহিক।

দ্বিতীয় ম্যাচে ওপেনিংয়ে পরিবর্তন পারে পাকিস্তান। ফখর জামানের জায়গায় দলে ডাক পেতে পারেন আব্দুল্লাহ শফিক। রোববার মিকি আর্থার এএফপিকে বলেন, ‍‍`আমি তার ফর্ম নিয়ে চিন্তিত নই, সে একজন ভালো খেলোয়াড় এবং বড় স্কোর থেকে মাত্র এক ইনিংস দূরে।‍‍`

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ