• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পাকিস্তান ম্যাচের আগে সুখবর পেল শ্রীলঙ্কা

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০৩:১৪ এএম

পাকিস্তান ম্যাচের আগে সুখবর পেল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪২৮ রান হজম করেছে শ্রীলঙ্কা। এমন বাজে সময়ে বোলিং আক্রমণে সুখবর পেয়েছে লঙ্কানরা। পাকিস্তানের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন ডানহাতি রহস্যময় স্পিনার মাহিশ থিকশানা।

শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নওয়াজ তার ফেরার সুখবর দিয়ে বলেছেন, ‘আমার মনে হয়, এই ম্যাচে সে (থিকশানা) খেলতে পারবে। প্রথম ম্যাচে আমরা তাকে নিয়ে ঝুঁকি নেইনি এবং মেডিকেল টিমের সিদ্ধান্তের বিরুদ্ধে যাইনি।’

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে থিকশানা দলের আক্রমণের সামর্থ্য বাড়াবে বলে মন্তব্য করেছেন নাভিদ, ‘সে ফিরলে আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী হবে। সুতরাং আমরা শুরুতে উইকেট তুলে নেওয়ার পরিকল্পনা নিয়ে নামবো। শুরুতে উইকেট নিতে না পারলে ম্যাচ ধরে রাখা কঠিন।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা খেলেছে দিল্লিতে। সেখানে ব্যাটিং উইকেটের সঙ্গে মাঠ ছিল ছোট। হায়দরাবাদের উইকেটও ভালো। তবে মাঠ কিছুটা বড়। নাভিদের মতে, প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান শক্তিশালী। ভালো ম্যাচের প্রত্যাশায় আছেন তারা।

 

সিটি  নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ