• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সাকিব পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার: মরগান

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ০১:৩২ এএম

সাকিব পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার: মরগান

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

অভিষেকের পর থেকে ব্যাটে-বলে আলো ছড়াচ্ছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় শীর্ষে। চলমান বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ধারাবাহিক পারফরম্যান্সই সাকিবকে বিশ্বসেরা তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

চলতি বিশ্বকাপে ধারভাষ্যকার হিসেবে আছেন মরগান। বর্তমানে ভারতের ধর্মশালায় অবস্থান করছেন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মরগান বলেন, ‍‍`সে (সাকিব) অবিশ্বাস্য ক্রিকেটার-যখন পারফরম্যান্সের ব্যাপার আসে। পৃথিবীর অন্যতম সেরা অলরাউন্ডার সে। এটা ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমেই প্রমাণ করেছে।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`এটা তার (সাকিবের) পঞ্চম বিশ্বকাপ, এমন ক্রিকেটার খুব বেশি নেই বর্তমানে। দীর্ঘস্থায়ীত্ব ও পারফরম্যান্স তাকে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের তালিকায় এনেছে।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ