প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৭:৫২ পিএম
ভারতের মাটিতে চলছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। পুরো ক্রিকেট বিশ্বের নজর এখন বৈশ্বিক এই টুর্নামেন্টের ওপরে। তবে এরই মধ্যে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৫তম আসর।
সোমবার (৯ অক্টোবর) এনসিএলের সূচি প্রকাশ করা হয়। সূচি থেকে জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে মাঠে গড়াবে লিগের ২৫তম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ঢাকা-রংপুর।
এবার ৮টি দল দুটি টায়ারে ভাগ হয়ে খেলবে। প্রতিটি ম্যাচ হবে চারদিন করে। প্রথম টায়ারে রয়েছে ঢাকা, রংপুর, সিলেট ও ঢাকা মেট্রো। আর দ্বিতীয় টায়ারে রয়েছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল।
জাতীয় লিগের এবারের আসর অনুষ্ঠিত হবে দেশের আটটি স্টেডিয়ামে। ছয় ধাপে আটটি দল নভেম্বরের ১৯ তারিখ পর্যন্ত মাঠে লড়াই করবে।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/