• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সৌরভের চোখে সেমিতেও নেই বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৬:৩৭ পিএম

সৌরভের চোখে সেমিতেও নেই বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

অনেকেই মনে করছেন যে এবারের বিশ্বকাপে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ট্রফি জয়ের অন্যতম দাবিদার। কলকাতায় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন এবারের বিশ্বকাপে শেষ পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন হবে। ২০০৩ সালে সৌরভের নেতৃত্বে ভারত বিশ্বকাপ ফাইনালে উঠেছিল। সৌরভ বললেন, ‘আমার কাছে এবারের বিশ্বকাপে সবথেকে শক্তিশালী দল হলো ভারত। টিম ইন্ডিয়ার থেকে শক্তিশালী আর কোনো দল নেই। এই দলে সেরা স্পিনার রয়েছে। ফলে খাতায়-কলমে এবারের বিশ্বকাপে নম্বর ওয়ান টিম হলো ভারত। তবে পরবর্তী ৪৫ দিন ভারত কেমন খেলবে, তার ওপরেও অনেক কিছু নির্ভর করবে।’

তিনি বলেন,‘অস্ট্রেলিয়াও যথেষ্ট ভালো দল। তবে বল যতক্ষণ না ঘুরবে, ততক্ষণ ওরা ভালো খেলতে পারবে। বল ঘুরলে ওরা ফাঁদে পড়তে পারে। এক ম্যাচ দেখেই বিচার করতে বলছি না। তবে এবার নিউজিল্যান্ড ক্রিকেট দলকেও আমার যথেষ্ট ভালো লেগেছে। যতগুলো ওয়ার্ম আপ ম্যাচ দেখেছি, ওদেরকেও যথেষ্ট মজবুত দল হিসেবে আমার মনে হয়েছে। ফলে যদি সেমিফাইনালের চারটে দল আমাকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের কথাই আমি বলব। এই চারটে দলকেই আমার সব থেকে শক্তিশালী বলে মনে হয়েছে।’

সৌরভ যেভাবে চার দেশের নাম বলে দিলেন সেখানে পাকিস্তানের নামগন্ধও নেই। সৌরভ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আমার তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল বলে মনে হয়েছে। তবে যদি বাবর আজম-রিজওয়ান ব্যাটে রান পায় এবং শাহিন আফ্রিদি-হ্যারিস রউফরা ভালো বল করতে পারে, তাহলে পাকিস্তানের একটা সামান্য সুযোগ হয়ত থাকবে। তারপর বলব, পাকিস্তান যথেষ্ট দুর্বল দল। গ্রুপ পর্যায়ের শেষে পাকিস্তান ষষ্ঠ স্থানে থাকতে পারে। ষষ্ঠ স্থানে পাকিস্তান, সেমিফাইনালে কোন চার দেশ সেটাও বললেন। কিন্তু সৌরভের চোখে বাংলাদেশ সেমিফাইনালের ধারে কাছে নেই। তবে বাংলাদেশ চায় সেমিফাইনাল স্পর্শ করতে। কারা ফাইনাল খেলবে আর কারা সেমিফাইনাল খেলবে সেটা ১০ নভেম্বরের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ