• ঢাকা সোমবার
    ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

কুম্বলের রেকর্ড ভাঙলেন কোহলি

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৫:২০ পিএম

কুম্বলের রেকর্ড ভাঙলেন কোহলি

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মাটির বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। তো চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের এই ম্যাচের শুরুতেই দারুণ এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। ভেঙে দিয়েছেন অনিল কুম্বলের রেকর্ড। এতদিন ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি ছিল কুম্বলের দখলে।

বিশ্বকাপে কুম্বলে মোট ১৪টি ক্যাচ নিয়েছিলেন। ২০১৯ বিশ্বকাপেই কুম্বলের এই রেকর্ডে ভাগ বসানো কোহলি এবার প্রথম ম্যাচের শুরুতেই রেকর্ডটা নিজের করে নিয়েছেন। জসপ্রিত বুমরাহর বলে স্লিপে শন মার্শের ক্যাচ নেওয়ার মাধ্যমে কোহলি গড়েছেন দেশের পক্ষে সর্বোচ্চ ১৫টি ক্যাচ নেওয়ার রেকর্ড।

ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলেই কীর্তিটা গড়েছেন কোহলি। বুমরাহর অসাধারণ ডেলিভারিটি শন মার্শের ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। যেখানে দুহাত পেতে শিকারির অপেক্ষায় ওত পেতে থাকা কোহলি অনায়াসে তালুবন্দি করেছেন। দেশের পক্ষে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়লেও সব মিলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ডের নাগাল পেতে কোহলিকে আরো অনেক দূর যেতে হবে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডটি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের দখলে, ৪৬ ম্যাচ খেলে মোট ২৮টি ক্যাচ নিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে পন্টিংয়ের রেকর্ড ছোঁয়ার সবচেয়ে কাছে ইংল্যান্ডের জো রুট, তিনি নিয়েছেন ২০ টি ক্যাচ। বিশ্বকাপের সর্বোচ্চ ক্যাচের তালিকায় কোহলির অবস্থান ১১ নম্বরে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ