প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৭:৪৪ পিএম
বিশ্বকাপের ১৩তম আসর শুরু হয়েছে ৫ অক্টোবর। তবে রোববার (৮ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে নামবে স্বাগতিকরা।
বিশ্বকাপে প্রথম ম্যাচে মাঠে নামার আগে ভারত দলে বড় ধাক্কা। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ওপেনার শুভমান গিলকে এই ম্যাচে পাওয়া যাবে না। গিল ছাড়া বাকি সব ক্রিকেটারদেরই পাচ্ছে স্বাগতিকরা। ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে দেখা যেতে পারে ইশান কিষাণ। তিনে বিরাট কোহলি। মিডল অর্ডারে থাকবেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া।
উইকেটে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পাবে। আর সেই জন্য একাদশে দেখা যেতে পারে দুই বিশেষজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদবকে। তাদের সঙ্গে থাকবেন রবীন্দ্র জাদেজাও। আর পেস বোলিং অ্যাটাকে দেখা যাবে জাসপ্রিত বুমরাহর ও মোহাম্মদ সিরাজকে।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/