• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ভারতের বিপক্ষে নামার আগে অস্ট্রেলিয়া শিবিরে চোট!

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৬:২৩ পিএম

ভারতের বিপক্ষে নামার আগে অস্ট্রেলিয়া শিবিরে চোট!

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ফলে ম্যাচটিতে জয় পেতে হলে অজিদের কিছুটা হলেও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবে সে চ্যালেঞ্জ আরও কিছুটা কঠিন হয়ে উঠল এক দুঃসংবাদে।

রোববার (৮ অক্টোবর) দুপুর আড়াইটায় চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। চলতি বিশ্বকাপে এটিই দুদলের প্রথম ম্যাচ। এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে যেমন দুঃসংবাদ এসেছে, তেমনি অজি শিবিরেও দুঃসংবাদ এসেছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, ‘হোটেলের সুইমিং পুলে সাঁতার কাটার সময়ে চোট পেয়েছেন অ্যাডাম জাম্পা। চোখ বন্ধ করে সাঁতার কাটতে গিয়ে পুলের দেয়ালে ধাক্কা খেয়েছেন তিনি। এতে কিছুটা ব্যথা পেয়েছেন জাম্পা।’

তবে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার অ্যাডাম জাম্পা ঠিক আছেন বলে জানিয়েছেন অজি দলপতি। কামিন্স জানিয়েছেন, ‘জাম্পা এখন ঠিক আছেন। তিনি খেলতে পারবেন বলে মনে হচ্ছে।’

এ দিকে ভারতে পা রাখার আগেই চোটের কারণে ছিটকে পড়েছিলেন স্পিনার অ্যাশটন অ্যাগার। আর ভারতে এসে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন পেস বোলিং অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। তাতে তার প্রথম ম্যাচে খেলা শঙ্কার মধ্যে পড়েছে। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভারত শিবিরে অনিশ্চিত হয়ে পড়েছেন ওপেনার শুভমান গিল। তবুও গিলের ব্যাপারে সকলকে আশাবাদী করেছেন অধিনায়ক রোহিত শর্মা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ