• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা গুরবাজকে ফেরালেন মুস্তাফিজ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৩, ০৭:০৯ পিএম

ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা গুরবাজকে ফেরালেন মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

মেহেদী হাসান মিরাজ হাশমতউল্লাহ শহীদিকে আউট করার পর আঘাত হেনেছেন মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে মাঠ ছেড়েছেন রীতিমতো বিপজ্জনক হয়ে উঠতে থাকা রহমানউল্লাহ গুরবাজ।

মিরাজের বলে বাউন্ডারি মারতে গিয়ে তাওহীদ ‍হৃদয়ের হাতে ক্যাচ দিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। ৩৮ বলে ১৮ রান করে আউট হয়েছেন তিনি। মিরাজের ওভার শেষে বল হাতে নিয়েই সফলতা পান ফিজ। ৪৭ রানে গুরবাজকে ফিরিয়ে দেন তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ১১২ রান নিয়ে ব্যাট করছে আফগানিস্তান। ক্রিজে রয়েছেন মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ জাদরান।

শনিবার (৭ অক্টোবর) আফগানদের উদ্বোধনী জুটি ভাঙতেই পারছিল না টাইগাররা। অবশেষে সাকিব আল হাসানের ঘূর্ণিতে কুপোকাত নাজিবউল্লাহ জাদরান। দ্বিতীয় ওভারে বল করতে এসেই জাদরানের উইকেট নিয়েছেন সাকিব। ২২ রান করা জাদরানকে ফেরান সাকিব। তার বলে তানজিদ তামিমকে ক্যাচ দিয়ে ফেরেন আফগান ওপেনার।

এরপর রহমত শাহকে নিয়ে রানের চাকা ঘুরাচ্ছিলেন গুরবাজ। দুজনে মিলে ৩৬ রানের জুটি গড়ার পর পানি বিরতি দেয়া হয়। সেই জুটি বিপজ্জনক হয়ে ওঠার আগে পানি বিরতির পরপর আবারও আঘাত হানেন সাকিব। এবার সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্রিজের ভেতরই লিটন দাসকে ক্যাচ দেন রহমত। ২৫ বলে ১৮ রান করেন আফগান ব্যাটার।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

ক্রীড়া জগৎ সম্পর্কিত আরও

আর্কাইভ